জাতীয় পার্টি সরকারি দলে, নাকি বিরোধী দলে!

৯৩

জাতীয় পার্টি সরকারি দলে, নাকি বিরোধী দলে সিদ্বান্ত হবে কাল বললেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নব-নির্বাচিত সংসদ সদস্যদের টানা তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফংয়ে তিনি এ কথা বলেন ।

তবে আগামীকাল শপথ অনুষ্ঠানে জাপার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, মহাজোটের সংগে মিলেমিশে নির্বাচন করেছি তাই তাদের সাথে আলাপ আলোচনা করেই পরবর্তী সিদ্বান্ত নেয়া হবে।

এসয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, ফারুক শেঠ সহ আরো অনেকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like