জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচী
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত তাদের সাজা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
সকালে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনকালে একথা বলেন তিনি। এদিকে মাদারীপুরের কালকিনিতে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া মোমবাতি প্রজ্জলন করে শ্রদ্ধা জানান পিরোজপুর ইয়ুথ সোসাইটি ও পিরোজপুর বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি