জাপানে টাইফুন সতর্কতা

১৭৮

বৃহস্পতিবার জাপানের পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচন্ড বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি

জাপান আবহাওয়া সংস্থা জানায়, টাইফুন সিমারন বুধবার গ্রিনিজ মান সময় ২৩০০ টায় গোতো দ্বীপপুঞ্জের প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটির প্রতি ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতি ২১৬ কিলোমিটার।
সংস্থা জানায়, বৃহস্পতিবার রাতে টাইফুনটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তারা আরো জানায়, টাইফুনের প্রভাবে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জাপানের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৮‘শ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

বিজয় টিভি/ নিউজ ডেস্ক

You might also like