জামালপুরের ইসলামপুরে এক ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি ১৮৫ বস্তা চাল জব্দ

১০৪

জামালপুরের ইসলামপুরে এক ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি ১৮৫ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (সোমবার) দুপুরে উপজেলার গুঠাইল বাজারে নন্দু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গুঠাইল বাজারের ব্যবসায়ী নন্দুর গুদামে সরকারি চাল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়।

এসময় গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৮৫ বস্তায় মোট ৯ হাজার ২৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। গুদাম মালিক নন্দু পলাতক রয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like