জামালপুরের জেলা প্রশাসককে ওএসডি ঘোষণা

১০১

জামালপুরের আলোচিত জেলা প্রশাসক আহমেদ কবীরকে প্রত্যাহার করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ এনামুল হককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারী করা হয়েছে। এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি নারী অফিস সহকারীর সাথে জেলা প্রশাসক আহমেদ কবীরের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হবার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিলো।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like