জামালপুরে স্কুলের মাঠ দখল করে বসত ঘর নির্মান

১১১

জামালপুরের মেলান্দহ উপজেলার একটি স্কুলের মাঠ দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র।

মেলান্দহ উপজেলার পূর্ব আমির্ত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম অভিযোগ করেছেন, পূর্ব আমির্ত্তি বিদ্যালয় মাঠের জমির মালিকানা দাবি করে আসছে এলাকার একটি প্রভাবশালী মহল।

এ বিষয়ে মামলা হলে জামালপুর জজ আদালত মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য গত ২২ অক্টোবর উভয় পক্ষকে নির্দেশ দেন। কিন্ত আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রভাবশালী মহলটি পহেলা নভেম্বর ঘর তুলে মাঠটি দখল করে নিয়েছে। এতে শিশু শিক্ষার্থীরা চলাচল ও খেলাধূলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like