জামালপুরে স্ত্রীকে ধর্ষণ, স্বামী ও ধর্ষকসহ ৩ জন গ্রেপ্তার
জামালপুরে স্ত্রীকে ধর্ষণ মামলায় স্বামী ও ধর্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গত ২২শে সেপ্টেম্বর স্বামী সুজন মিয়া তার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দ্বিতীয় স্ত্রীকে মাদারগঞ্জ উপজেলায় নিয়ে যায়। সেখানে তাকে তালাকের কাগজে সই করতে জোর করা হয়। তাতে সম্মত না হলে, মারধর করে দলবেঁধে ধর্ষণ করেন স্বামী সুজন মিয়া, প্রথম স্ত্রীর ভাই মিজানুর রহমান ও ভগ্নীপতি নুরনবী।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে অভিযুক্ত নুরনবী, ধর্ষণে সহায়তাকারী সুজন মিয়া ও রজিয়া বেগমকে গ্রেপ্তার করে র্যাব।
নিউজ ডেস্ক/বিজয় টিভি