জামালপুরে ১৬০ বস্তা ভিজিএফ’র চাল সহ দুই  শ্রমিক আটক

১৩৭

জামালপুর সদর উপজেলায় ১৬০ বস্তা ভিজিএফ’র চাল সহ দুই  শ্রমিককে আটক করেছে জামালপুর সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা এস এম মাজাহারুল ইসলাম জানান, রোববার গভীর রাতে স্থানীয় সংবাদ কর্মীদের তথ্যের ভিত্তিতে কেন্দুয়া কালিবাড়ী বাজারের আনোয়ার হোসেন মানুর গুদাম থেকে ভিজিএফ এর চাল পাচারের খবর পেয়ে অভিযান করা হয়।

অভিযানের সময় গুদামের মালিক আনোয়ার হোসেন মানু পালিয়ে গেলেও ২শ্রমিক আবুল কালাম আজাদ ও জুয়েল কে পুলিশ আটক করেন। জব্দকৃত চাল কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মো. মাহবুবুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like