জামিন পেলেন আ’লীগ নেতা সমর কৃষ্ণ চৌধুরী

৩৬৪

অবশেষে জামিন পেলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর সহকারি সমর কৃষ্ণ চৌধুরী ।

শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ অস্ত্র মামলায় সমর কৃষ্ণ চৌধুরীকে জামিন দেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সমর কৃষ্ণ চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, আদালত অস্ত্র উদ্ধারের মামলায় সমর কৃষ্ণ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন। এর আগে ২৪ জুন একই আদালত ইয়াবা উদ্ধারের মামলায় সমর কৃষ্ণ চৌধুরীর জামিন মঞ্জুর করেছিলেন।

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের সমর কৃষ্ণ চৌধুরীকে গত ২৮ মে ‘অস্ত্র ও ইয়াবা উদ্ধারের’ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বোয়ালখালী থানা পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশের সঙ্গে বিরোধের জেরে বোয়ালখালী থানা পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে তুলে নিয়ে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ  করে  আসছে তার পরিবার।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like