জুটি বাধছে অপূর্ব-মিথিলা

১৪৬

ঈদের আমেজ কাটিয়ে আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। সম্প্রতি নেপালে শেষ করলেন ‘ডাক নামে ডাকবে না কেউ’ শিরোনামের একটি নাটকের শুটিং।

এটি পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত ও প্রীতি দত্ত। এ নাটকে অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন ভিট চ্যানেল আই টপ মডেল ২০১৪ এর চ্যাম্পিয়ন সুমাইয়া আনজুম মিথিলা।

দুজন হিন্দু-মুসলিম তরুণ ও দুজন তরুণীকে ঘিরে গড়ে উঠেছে এ নাটকের চরিত্র। গল্পে মুসলিম তরুণের চরিত্রে অপূর্ব এবং জনি থাকে হিন্দু। একসময় এ দুই তরুণের পরিচয় হয় আইরিন ও মিথিলার সঙ্গে। এরপর কাহিনি এগিয়ে যায় অন্যদিকে।

এই নাটকে অপূর্ব-মিথিলা ছাড়াও আরও আছেন আইরিন আফরোজ, জনি প্রমুখ।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like