জুম্ম চাদিগাং সার্বজনিন বৌদ্ধ বিহারে ৭ম দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত
‘বিনয় বুদ্ধ শাসনের আয়ু’ প্রতিপাদ্য নিয়ে জুম্ম চাদিগাং সার্বজনিন বৌদ্ধ বিহারে সকালে অনুষ্ঠিত হয়েছে ৭ম দানোত্তম শুভ কঠিন চীবর দান। নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সংলগ্ন জুম্ম চাদিগাং সার্বজনীন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি আর্যমৈত্রীয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য ভদন্ত তেজবংশ মহাস্থবির। এ সময় বক্তারা দানোত্তম কঠিন চীবর দান উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি