জুলাইয়ের শেষে’ পুরান ঢাকায় চক্রাকার বাস
চলতি মাসের শেষেই পুরান ঢাকায় বিআরটিসির চক্রাকার বাস চলাচল শুরুর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
এছাড়া এ মাসেই রাজধানীর মোহাম্মদপুর থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী সব বাসে টিকেট পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে গঠিত কমিটির বৈঠক শেষে মেয়র খোকন সাংবাদিকদের বলেন, চক্রাকার বাস যাত্রা শুরু করবে বাবুবাজার ব্রিজ থেকে। বাবুবাজার থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, মেরাদিয়া, রামপুরা, মালিবাগ হয়ে মগবাজার পর্যন্ত আসবে বাস। বাসে টিকেটের মাধ্যমে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, “এই রুটের কোনো বাস টিকেট সিস্টেমের বাইরে চলতে পারবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে মালিক সমিতিকে প্রয়োজনীয় সহায়তা করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি