জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ : জাতীয় যুব দিবস

১৭০

“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে অঙ্গীকারবদ্ধ হয়ে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে যুব সমাবেশ, সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

তিনি বলেন- যুব সমাজ দেশ গড়ার কারিগর। আজকের বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য যুব সমাজকে দৃড়তার সাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র খাইরুল আলম ভুঁঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন সহ আরও অনেকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like