জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে হাইকোর্টের তদন্তের নির্দেশ

১০১

নুসরাত হত্যার ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিমের নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এ ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে গভর্নিং বডির চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয় রুলে। রুলের জবাব দিতে জনপ্রশাসন, শিক্ষা ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সোনাগাজী থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like