জয়পুরহাটে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বরণ ছেলো বেলো গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুল কাদের দেওয়ান (৭২) নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠেছে তার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত আটাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদকে (৪৫) আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মে) সকালে এ হত্যার ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায় ছেলে খাটের পায়া দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।