জয়পুরহাট সদর উপজেলায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একব্যক্তি নিহত

৭২

জয়পুরহাট সদর উপজেলায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হোসেন আরিফ নামে একব্যক্তি নিহত হয়েছেন। ভোরে উত্তর শেখপুর গ্রামের শ্রী নদীর পাশে তোকা শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, আরিফ জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায় ১৮টি মামলা রয়েছে। র‌্যাব জানায়, ভোরে সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব।

এসময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে আরিফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like