ঝালকাঠিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে সামসুন্নাহার কল্পনা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার সুগন্ধিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক ও স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে কল্পনা। ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় নিহতের ভাই নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে কল্পনার স্বামী পলাতক রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি