ঝালকাঠিতে পানি বৃদ্ধি ও নদী ভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসকের

১৫৭

ঝালকাঠিতে বিভিন্ন এলাকায় অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত আছে। তীরবর্তী এ সকল অঞ্চলে দেখা দিয়েছে নদী ভাঙন।

গত ৪ দিনে ঝালকাঠির সুগন্ধা, বিশখালি আর হলদা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ ফুটের বেশি । এদিকে, জোয়ারে প্লাবিত হচ্ছে নদী নিকটবর্তী জেলার নলছিটি, রাজাপুর এবং কাঁঠালিয়া উপজেলার প্রায় ৩০টি গ্রাম । পানিবন্দী হয়ে পড়া নদী পাড়ের মানুষগুলোর ভোগান্তির শেষ নেই। যাতায়াত ব্যবস্থা বিঘ্ন হয়ে পড়েছে পানিবন্দী এ সকল পরিবারের। এদিকে, বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like