ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে অভিযুক্তর পরিবারের হামলায় দুই নারী আহত হয়েছে।
কিশোরীর পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে বাসা থেকে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী নাঈম হাওলাদার। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে নাঈম পালিয়ে যায়। এঘটনায় প্রতিবেশী দুই নারী সত্যতা স্বীকার করে সাক্ষী দিলে ক্ষিপ্ত হয়ে নাঈমের মা ও ফুফু সাক্ষীদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত নাঈমকে আটকের চেষ্টা চলছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি