ঝালকাঠিতে বাস খাদে পড়ে আহত ১০

১০

ঝালকাঠি সদরের বৈদারাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটা গামী যাত্রীবাহী একটি বাস ঝালকাঠি-খুলনা মহাসড়কের বৈদারাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন।

ঝালকাঠি ফায়ার স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আহতরা সবাই শংকামুক্ত। খাদে পড়া বাসটি উদ্ধার করা হচ্ছে।