ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। আহতদের মধ্যে ৭ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৮ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজপুর উপজেলার উত্তর বাগড়ি এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে আসা পল্লী বিদ্যুতের শ্রমিকবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান ও বরিশালে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী রুনু বেগম মারা যান। এ ঘটনায় বাস ও ট্রাকটিতে থাকা ২০ জন আহত হন।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে বাস এবং ট্রাকটির চালক পলাতক আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।