ঝালকাঠিতে শিক্ষার্থীদের রাতের আড্ডা ও মাদক বন্ধে পুলিশের অভিযান
ঝালকাঠিতে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের রাতের আড্ডা ও মাদক বন্ধ করে ঘরমুখি করতে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
বুধবার শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় আড্ডারত শিক্ষার্থীদের বাড়িতে পাঠান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। একই সময় পুলিশ সুপার শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মাদক নিরসনে জন্য গাড়ি চেক করেন। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান অংশ নেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি