ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় দু’জন নিহত

১০৩

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় দু’জন নিহত হয়েছেন। শৈলকুপা কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি পিয়ার আলী জানান, উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মুকুল খা ও মকবুল মহুরী মন্ডল গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এরই জের ধরে গতকাল মুকুল খা’র সমর্থক আবেদ আলী খা’কে মারধর করে। এ ঘটনার জের ধরে দুপুরে খা গ্রুপের লোকজন মকবুল মহুরী মন্ডলের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অভি ও লাল্টু মন্ডলসহ ৮ জন আহত হয়।

পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অভি ও লাল্টুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

 

You might also like