ঝিনাইদহে বাসের ধাক্কায় নারীসহ ২ জন নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে, ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে, যাত্রী নিয়ে ভ্যানটি বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী যাত্রীবাহী একটি বাস তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক মহিদুল ইসলাম। আহত হন ভ্যানের যাত্রী তাসলিমা খাতুন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।