ঝিনাইদহে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামি আশিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত রাতে চুয়াডাঙ্গা জেলার টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কাশিপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক আহমেদ জানান, যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার মূলহোতা আশিকুর চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ নভেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পৌরসভার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফের স্ত্রী বাদী হয়ে ৭ জনের নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব অভিযান চালিয়ে মামলার ২নং আসামি আশিকুরকে গ্রেপ্তার করে।