ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী ।

মঙ্গলবার সকাল ৬টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক করিম ও তাদের নাতী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির বিষয়টি নিশ্চিত করেন।