ঝুঁকিপুর্ণ বাংলাদেশ হুমকি মোকাবেলায় নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন- প্রধানমন্ত্রী

১১৫

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপুর্ণ বাংলাদেশ হুমকি মোকাবেলায় নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীতে দু’দিন ব্যাপী ‘ঢাকা মিটিং অফ দি গ্লোবাল কমিশন অন এডাপটেশন’ শীর্ষক জিসিএ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতি মোকাবেলায় তার সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। ক্ষতি পোষাতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়ে, দেশে আঞ্চলিক অভিজো্যন কেন্দ্র স্থাপনের দাবি জানান প্রধানমন্ত্রী। এছাড়া,  রোহিঙ্গারা ঝুঁকিপুর্ণ হচ্ছে ক্রমশ, তাই দ্রুত বাস্তুহারা এসব বাসিন্দাদের মিয়ানমারে ফিরিয়ে নেবার ব্যবস্থা নিশ্চিতেও বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এসময় উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like