টঙ্গীতে নিজ সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা

৯৫

টঙ্গীতে ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে হালিম নামে এক ব্যবসায়ী নিজ সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গী বাজার এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হালিম টঙ্গী বাজারে মশলার ব্যবসা করতেন। নিহত হালিমের মামা কাঞ্চন মিয়া অভিযোগ করে বলেন, নিহত হালিমের স্ত্রীর বড় ভাই দুলালের সাথে ব্যবসা নিয়ে তার প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো।

এর জেরেই হালিম রাগ করে আগে ছেলে রোমানকে হত্যা করে নিজে বারান্দার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, হালিম তার ছেলেকে মেরে নিজে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এটা সে করেছে তা তদন্ত সাপেক্ষে জানানো হবে।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like