টঙ্গীতে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ

১০৪

গাজীপুরের টঙ্গীতে ‘বেলিসিমা অ্যাপারেলস’ নামে একটি পোশাক কারখানা একমাসের বন্ধ ঘোষণায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল থেকেই তারা কাজ বন্ধ করে এ কর্মসূচী পালন করেন। কারখানার শ্রমিকরা জানান, ঈদুল আযহার ছুটি শেষ করে শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানায় আসলে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার নোটিশ দেখতে পায়। এসময় বিক্ষোভে ফেটে পরে প্রায় ৫ শতাধিক শ্রমিক। তাদের দাবি, কারখানা বন্ধ করতে হলে শ্রম আইন অনুযায়ী তিন মাসের বকেয়া পরিশোধ করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও প্রদান করেন তারা। এদিকে প্রতিষ্ঠানের নিরাপত্তায় ঘটনাস্থলে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like