টঙ্গীর মিলগেটে ঝুটের গোডাউনে আগুন
টঙ্গীর মিলগেট নামার বাজারস্থ ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনায় ২০টি তুলার গোডাউনসহ কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে।
আজ (শনিবার) দুপুরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৮টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার জানান, দুপুর ১২টার দিকে মিলগেট নামার বাজারস্থ ঝুটের গোডাউনে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে বিপুল পরিমাণ ঝুট, তুলা, মেশিনপত্র ও অন্যান্য মালামালসহ পাশের কয়েকটি বসত বাড়ি পুড়ে যায়। বৈদ্যুতিক ট্রান্সপোর্টার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি