টাইগারের চমক ঈদে আসছে ‘হিরোপন্তি’র সিক্যুয়েল
বলিউড প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নির্মাণ করেছেন ‘হিরোপান্তি’ ছবির সিক্যুয়েল। ছবির নাম ‘হিরোপান্তি ২’। নায়কের ভূমিকায় রয়েছেন টাইগার শ্রফ। আহমেদ খান পরিচালিত এই ছবিতে টাইগারের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তারা সুতারিয়া-কে।
২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। গেল বছর ঘোষণা এসেছিল সেই ছবির সিক্যুয়েল নির্মাণের।
এবার এই ছবিতে যোগ দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘হিরোপান্তি ২’-তে প্রধান ভিলেনের ভূমিকায় থাকবেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম থেকে আসন্ন ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন টাইগার শ্রফ। তিনি পোস্টে লিখেছেন, ‘ডাবল অ্যাকশন ও ডাবল বিনোদন দিয়ে ‘হিরোপন্তি ২’ নিয়ে আসছি এবারের ঈদে। ২৯ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।’
অ্যাকশনে ভরপুর এই ছবিটির আমাদের কাছে পাঁচটি সুন্দর গান রয়েছে। যেগুলো এ আর রহমান এবং গীতিকার মেহবুব ভাই লিখেছেন। ইতিমধ্যে তিনটি গানের শুটিং হয়েছে, বাকি দুটির শুটিং হবে।
গেল বছর ছবিটির ঘোষণা এলেও করোনার কারণে বারবার রিলিজ ডেট পিছিয়েছে এই সিনেমার।