টাঙ্গাইলের ভূঞাপুরের বাঁধ ভেঙে বিস্তির্ন এলাকা প্লাবিত

১০৭

টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন করে আরো ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে যমুনা নদীর ভুঞাপুর-তারাকান্দি বাঁধ ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইলের সাথে তারাকান্দি ও সরিষাবাড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টাঙ্গাইলে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ০৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। ৬টি উপজেলায় নদী তীরবর্তী ২২টি ইউনিয়নের প্রায় ১২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like