টাঙ্গাইলের সখীপুরে এক পরিবারেই ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

১৩১

টাঙ্গাইলের সখীপুরে এক পরিবারেই ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার গোপালপুর উপজেলার এক গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮। সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিভিন্ন উপজেলা থেকে ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়।

পরে পরীক্ষা শেষে সেখান থেকে ওইদিন রাতেই ফোনে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like