টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সভায় ১৪৪ ধারা জারি

১০২

টাঙ্গাইলের বাসাইলে একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবস উপলক্ষ্যে একই স্থানে দুটি গ্রুপ প্রস্তুতিমূলক সভা ডাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like