টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ চারজনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে বাবাকে হত্যার অপরাধে ছেলেসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ (রোববার) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা ও জজ দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
তবে দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের পহেলা জুলাই আব্দুল আওয়াল নিজ ঘরে খুন হন। ওইদিনই নিহতের ছেলে দণ্ডিত আসাদুজ্জামান মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তে আব্দুল আওয়াল হত্যার সঙ্গে তার ছেলে আসাদুজ্জামান ও তার সহযোগীদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।
এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে দণ্ডিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি