টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক বন্ধু।

রোববার দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)।

আহত যুবককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু ঘুরতে বের হন। দুপুরে গারোবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হন। এসময় গুরুতর আহত হন সাদিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি।