টাঙ্গাইলে শতবর্ষী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী এক বৃদ্ধাকে ধষর্ণের অভিযোগে সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামের শতবর্ষী এক বৃদ্ধাকে মঙ্গলবার রাতে একই গ্রামের সোহেল রানা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মধুপুর থানা পুলিশ বুধবার সন্ধ্যায় সোহেলকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি