টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

৪৩

টাঙ্গাইলের পৌর শহরে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। । আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২৭), একই উপজেলার মোহরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিন (২২)।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এসময় ১৫ লাখ টাকা মূল্যর ১৫০ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল, ৩টি সিম কার্ড এবং নগদ ৬ হাজার ১৯০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা পরস্পর যোগসাজসে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

You might also like