টানা ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার : শিক্ষা উপমন্ত্রী

৯৪

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনার ঝুঁকি এড়াতে টানা ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ ও হত দরিদ্রদের মাঝে সরকার খাদ্য সহায়তা দিয়ে আসছে।

দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে। সকালে নগরীর ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সরকারের সহায়তার পাশাপশি সমাজের বিত্তবান ও সচেতনমহল কেউ এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জাবেদ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ আরো অনেকে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like