টানা দেড় বছর পর চট্টগ্রামে খুললো মেডিক্যাল কলেজ
দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামে সরকারি নির্দেশনা মেনে খুলেছে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট।
আজ প্রথমদিনে, চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের ক্লাস হয়েছে। ধাপে ধাপে বাকিদের ক্লাস নেয়া হবে বলে জানিয়েছেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার।
তিনি আরও জানান, এখন পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী টিকা নিয়েছেন। শতভাগ শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে কাজ চলছে। বাকিরা কিছুদিনের মধ্যে টিকার আওতায় এসে যাবে। এদিকে, দীর্ঘদিন পর সশরীরে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে দেশের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি তাদের।