টানা ২২ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বাবা ও ছেলে

১১০

টানা ২২ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বাবা ও ছেলে। দুপুরে তাদের লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র দেয়া হয়।

সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে জানান, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোকন্দ দীঘির পাড় এলাকার এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন।

তিনি নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। বাড়িতে আসার পর তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এরই মধ্যে তার সংস্পর্শে থেকে ৭ বছরের ছেলেও করোনায় আক্রান্ত হয়।

পরে তারা লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ বাড়ি ফেরেন।

 

নিউজ ডেস্ক/বিজয় টিভি

 

You might also like