টিয়াইয়াং ইঞ্জিনিয়ারিং সাথে চট্টগ্রাম ওয়াসার চুক্তি সাক্ষরিত
কোরিয়ান প্রতিষ্ঠান টিয়াইয়াং ইঞ্জিনিয়ারিং সাথে চট্টগ্রাম ওয়াসার চুক্তি সাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় তিনটি উপজেলা ও কয়েকটি শিল্প অঞ্চলে প্রায় ৬ কোটি লিটার পানির যোগান দেবে প্রতিষ্ঠানটি। সোমবার সকালে নগরীর একটি হোটেলে এ উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কেএম ফয়জুল্লাহ ও টিয়াইয়াং ইঞ্জিনিয়ারিং কোম্পানীর পক্ষে কিংঙ লিম চুক্তি সাক্ষর করেন। দক্ষিন চট্টগ্রামের পানি স্বল্পতা দুরিকরণে নেয়া এ প্রকল্প শীঘ্রই শুরু হয়ে আগামী তিন বছরের মধ্যে শেষ হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি