টেকনাফে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

কক্সবাজার-টেকনাফ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজনের লাশ মিলেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে সিএনজিটি।

You might also like