টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
কক্সবাজারের টেকনাফ সী বীচ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (৩ জুলাই ) ভোরে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালীয়াপাড়া ফিশিংঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়াপাড়া ফিশিংঘাট এলাকা দিয়ে মাদক পাচারের গোপন সংবাদে পুলিশের একটি দল অভিযানে যায়।
এসময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হয়।
পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি