টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ চার ডাকাতসহ নিহত ৫

১০২

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে আলাদা আলাদা ‘বন্দুকযুদ্ধে’ চার ডাকাত ও এক ইয়াবা কারবারি নিহত হয়েছে।

ভোরে উপজেলার নুরউল্লাহ ঘোনা পাহাড় ও মেরিন ড্রাইভ সড়কের দরগাপাড়া এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন খবরের ভিত্তিতে অভিযানে যান তারা। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোরে ডাকাতদল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে, টেকনাফে মেরিন ড্রাইভ রোডের দরগার পাড়া এলাকায় ইয়াবা কারবারি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ‘ইমরান মোল্লা’ নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like