টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদক পাচারকারী নিহত

১১২

টেকনাফে বিজিবির সাঙ্গে বন্দুক যুদ্ধে দুই মাদক পাচারকারী নিহত হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার ২নম্বর স্লুইস গেইট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিজিবি উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে এমন গোপন খবরে অভিযানে যায় তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক কারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে ২ মাদক কারবারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ২টি দেশীয় বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, উদ্ধার করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like