টেকনাফে বিজিবির সথে বন্দুকযুদ্ধে নিহত ২

১০৭

কক্সবাজারের টেকনাফে বিজিবির সথে ‘বন্দুকযুদ্ধে’ সাকের ও নুর আলম নামে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।

বুধবার দিবাগত রাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাকের উখিয়ার কুতুপালং ৭নং ক্যাম্পের বাসিন্দা এবং নুর আলম টেকনাফের নয়াপাড়া মোচনী ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ-২ বিজিবি’র  উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,  সীমান্ত দিয়ে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like