টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য সাইফুল ইসলাম ও নুর কামাল সোনাইয়া নামে দু’জন নিহত হয়েছে।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, একদল ডাকাত অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে, ভোররাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন শামলাপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুঁড়লে র্যাবের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে ওই দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি