ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জন নিহত

১০৬

মঙ্গলবার রাত আটটার দিকে মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জন নিহত হয়েছে।

নিহতরা হলেন-গাংনী উত্তরপাড়ার সেকেন্দার কসাইয়ের ছেলে জুয়েল রানা ও এ উপজেলার রুয়েরকান্দি গ্রামের আক্কাস আলীর ছেলে গরু ব্যবসায়ী কলিম উদ্দীন কালু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল গাংনী শহরের মাংস বিক্রির কাজ করে। কলিম উদ্দীন কালু তাদের কাছে গরু বিক্রি করে থাকে। ব্যবসায়ী কাজ শেষে রাতে জুয়েল তার মোটর সাইকেলযোগে কালুকে নিজ বাড়িতে পৌঁছানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে বিপরিতদিক থেকে আসা মুরগি বোঝাই একটি ট্রাক মোটর সাইকেলকেলটিকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’জন গরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেফিন তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like