ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। এ দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রাসেল জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।